Murabaha
Showing all 2 results
-
মুরাবাহা গাইডলাইন
৳ 3000 Add to cartমুরাবাহা চুক্তি সংক্রান্ত মৌলিক গাইডলাইন
মুরাবাহা হলোঃ- বিক্রেতা যে মূল্যে পণ্য ক্রয় করেছে সেই মূল্যের সাথে উভয় পক্ষের সম্মতিক্রমে অতিরিক্ত মুনাফা (যা মূল্যের উপর নির্ধারণ করা যেতে পারে শতকরা হারে অথবা সুনির্দিষ্ট অংকে) যুক্ত করে পণ্যটি বিক্রি করা।
নিম্নে মুরাবাহা সংক্রান্ত মৌলিক গাইডলাইন তুলে ধরা হলোঃ-
১. মুরাবাহা অবশ্যই শারিয়াহসম্মত বৈধ প্রডাক্টের ক্ষেত্রে হতে হবে। কোন অবৈধ প্রডাক্টের জন্য মুরাবাহা পদ্ধতি ব্যবহার করা যাবে না।
২. পণ্যের পূর্ব ক্রয়মূল্য ও পণ্যের সাথে সম্পৃক্ত খরচ যা ব্যবসায়ী মহলে পণ্যের খরচ হিসেবে গণ্য হয় (যদি থাকে) তা চুক্তির সময়ই বিক্রেতাকর্তৃক ক্রেতাকে জানাতে হবে।
প্রকাশ থাকে যে, Cost of product বা ‘পণ্যের সাথে সম্পৃক্ত খরচ’ দ্বারা উদ্দেশ্য হলো যে খরচ পণ্যের মধ্যে অতিরিক্ত কিছু যুক্ত করে কিংবা মূল্যের মাঝে বৃদ্ধি ঘটায়। যেমন—পণ্য পরিবহণ ব্যয়, পণ্য রং করার খরচ ইত্যাদি।
৩. মুরাবাহার মূলধনের ক্ষেত্রে প্রথম ক্রেতা মূল চুক্তিতে যে মূল্য দ্বারা পণ্য ক্রয় করেছিল সেই মূল্য উল্লেখ করতে হবে। পরবর্তী সময়ে ওই মূল্যের পরিবর্তে যেটা আদায় করা হয়েছে সেটা নয়। বর্তমান সময়ে ব্যবসায়ীগণ বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করেন। স্বাভাবিকভাবে তা হয়ে থাকে ডলারের বিনিময়ে। এখন আমদানিকারক যদি ডলার দিয়ে ক্রয়কৃত পণ্য মুরাবাহা হিসেবে বিক্রি করতে চান তাহলে প্রথম মূল্য ডলার ও অতিরিক্ত টাকার বিনিময়ে মুরাবাহা করতে হবে । যেমনঃ- ২০০ ডলার মূল্য হলে বলবে ২০০ ডলার পূর্বমূল্য ও ৫০০০ হাজার টাকা লাভে মুরাবাহা হিসেবে বিক্রি করার জন্য প্রস্তাব করছি। এতে দ্বিতীয় মূল্যটা হবে ডলার+টাকা সমন্বয় মূল্য। তবে পরবর্তীতে চাইলে মূল্য পরিশোধের সময় পূর্বশর্ত ব্যতীত উভয়ের সম্মতিক্রমে সেই ২১০ ডলারের পরিবর্তে এর সমমূল্য টাকা পরিশোধ করতে পারবে।
-
মুরাবাহা টেমপ্লেট
৳ 2000 Add to cartশর্ত ও অঙ্গীকারসমূহ
১. চুক্তিপত্রের ধরন:-
এই চুক্তিপত্রটি ইসলামী শারিয়াহ মোতাবেক বিনিয়োগ পদ্ধতি তথা-বাইয়ে-মুরাবাহার প্রতিশ্রতির আলোকে সম্পাদিত চুক্তিপত্র বলিয়া বিবেচ্য হইবে। উল্লেখ্য যে, প্রচলিত আইনের বিধানাবলী প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য হইবে।
২. চুক্তির প্রয়োগ ও পরিধি:-
পক্ষগণের মধ্যে বাকিতে ক্রয়বিক্রয় সংক্রান্ত সকল বিষয় উক্ত চুক্তির অধীনে পরিচালিত হইবে এবং পক্ষগণ উক্ত চুক্তির সকল শর্তসমূহ মানিয়া ব্যবসা পরিচালনা করিবেন।
৩. চুক্তির মেয়াদ:-
এই বিনিয়োগ চুক্তিপত্র পক্ষদ্বয়ের মধ্যে অদ্য . . . . . . . . ইং তারিখ হইতে . . . . . . .ইং তারিখ পর্যন্ত অর্থাৎ . . . . .দিন/মাস/বছরের জন্য কার্যকর থাকিবে।
৪. ব্যবসার ধরন:-
পক্ষদ্বয়ের সম্মতিতে ২য় পক্ষের/ক্রেতার চাহিত পণ্য ১ম পক্ষ/বিক্রেতা প্রথমে নিজে সংগ্রহ করিবেন। অতপর উক্ত পণ্যের খরচ ও তার সাথে নির্ধারিত মুনাফা যোগ করিয়া ২য় পক্ষের কাছে বাইয়ে মুরাবাহার ভিত্তিতে বিক্রয় করিবেন।