টার্ন সমিতির বিধান

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব! সবিনয় নিবেদন এই যে, আমিসহ ১০জন মিলে সময় নির্ধারণ ১০ মাস ধরে ৩০০০/- (তিন হাজার টাকা) করে জমা করবো। ১ম মাসে একত্রে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা হবে। ১ম মাসে লটারীর মাধ্যমে যার নাম আসবে, তাহাকে নগদ প্রদান করা হইবে। এইভাবে ২য়, ৩য়….. ১০ম মাস পর্যন্ত চলবে। এই তরিকা সহীহ কি না? জানতে চাই!
মো: রায়হান উদ্দীন, মালিবাগ, ঢাকা।

উত্তর

প্রশ্নোক্ত পদ্ধতিতে টাকা জমা করা ও উত্তোলন করা মূলত ঋণের আদান-প্রদান। এভাবে তা করা বৈধ। তবে শর্ত হলো,
ক. লটারীর মাধ্যমে একবার যে টাকা পাবে সে দ্বিতীয়বার লটারীতে অংশগ্রহণ করতে পারবে না।
খ. প্রত্যেক সদস্যকে যথারীতি নির্ধারিত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত টাকা দিয়ে যেতে হবে।

সহীহ বুখারী, হাদীস: ২৪৪২; সহীহ মুসলিম, ২৫৮০; ইবনে মাজাহ, ২৪৩১; মাবসুত, ১৪/৪৫ বাদায়েউস সানায়ে ১০/৬৫৫ ও ১০/৬৫৮; ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)