প্রশ্নোক্ত পদ্ধতিতে টাকা জমা করা ও উত্তোলন করা মূলত ঋণের আদান-প্রদান। এভাবে তা করা বৈধ। তবে শর্ত হলো,
ক. লটারীর মাধ্যমে একবার যে টাকা পাবে সে দ্বিতীয়বার লটারীতে অংশগ্রহণ করতে পারবে না।
খ. প্রত্যেক সদস্যকে যথারীতি নির্ধারিত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত টাকা দিয়ে যেতে হবে।
সহীহ বুখারী, হাদীস: ২৪৪২; সহীহ মুসলিম, ২৫৮০; ইবনে মাজাহ, ২৪৩১; মাবসুত, ১৪/৪৫ বাদায়েউস সানায়ে ১০/৬৫৫ ও ১০/৬৫৮; ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫।