কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে না। এক্ষেত্রে করণীয় হলো, তা মূল মালিকের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এবং সম্ভাব্য সকল স্থানে এর ঘোষণা করা। যদি ঘোষণা সত্ত্বেও মূল মালিক না পাওয়া যায় এবং পাওয়ার কোনো সম্ভাবনাও না থাকে, তাহলে সেক্ষেত্রে মূল মালিকের পক্ষে কোনো ফকিরকে সদকা করে দিবে।
তবে পরবর্তীতে মূল মালিক এসে দাবি করলে তখন তাকে তা পরিশোধ করতে হবে। (যদিও তার জন্য দানকে মেনে নেয়াই ভালো)। এক্ষেত্রে সদকার সওয়াব যিনি দান করেছেন তিনি পাবেন, মূল মালিক পাবে না।
মুসান্নাফে ইবনে আবী শাইবা, ১১/২৭১; মাবসুত ১১/৮, আল বাহরুর রায়েক ৫/২৬৪; মাজমাউল আনহুর ২/৫২৬; আদ্দুররুল মুখতার ৬/৪৩৭; ইলাউস সুনান ১৩/১৭-২৫।