বাজারে চুরি হওয়ায় পাহারাদার থেকে জরিমানা নেয়া।

প্রশ্ন

আমাদের বাজারে সকল দোকানদার মিলে একজন পাহারাদার নিয়োগ দেন। যিনি প্রতি রাতে বাজারের সকল দোকান পাহাড়া দেন। আর সকলে মিলে তাকে মাসিক বেতন দেন। কিন্তু একরাতে সে পাহাড়া দেওয়া অবস্থাতেই দোকানের পিছনের টিন কেটে কিছু মালামাল চুরি হয়ে যায়। জানার বিষয় হলো, এক্ষেত্রে দোকান মালিক পাহারাদার থেকে কোনো জরিমানা নিতে পারবে নকি না?
সিস্টেম এডমিন

উত্তর

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে পাহাড়াদারের কোনো ত্রুটি না থাকলে তার থেকে কোনো জরিমানা নেওয়া যাবে না

খুলাসাতুল ফতোয়া ৩/১৩৮; আল মুহীতুল বুরহানী ১২/৬৫; তাতারখানিয়া ১৫/৩১২-৩১৩।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)