অনলাইন ফরেক্স ট্রেডিং: পরিচিতি ও শরীয়াহ্ বিধান

ফরেক্স লেনদেনের পরিচয়

‘ফরেক্স’ শব্দটি ইংরেজী। Forex হল- Foreign Exchange সংক্ষেপে Forex বা FX। Foreign অর্থ বৈদেশিক। Exchange অর্থ- বিনিময়। এখানে বিনিময় দ্বারা মুদ্রা উদ্দেশ্য। তাহলে অর্থ দাঁড়ায়-বৈদেশিক মুদ্রার বিনিময় ও লেনদেন। যেমন, আমেরিকা বা ইউ.এস. এর কারেন্সি ‘ডলার’। ব্রিটেন বা ইউ.কে. এর কারেন্সি ‘পাউন্ড’। ডলার ও পাউন্ড একটির সাথে অপরটির লেনদেনই হল ফরেক্স বা বৈদেশিক মুদ্রার লেনদেন ভিত্তিক কারবার।

ফরেক্সের দুটি অনুশীলন আছে। যথা- ক. স্বাভাবিক বাস্তবভিত্তিক অনুশীলন। খ. বিশেষ পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রেইট ভিত্তিক মুদ্রা ব্যবসার অনলাইন অনুশীলন। পরিভাষায় একে ‘ফরেক্স ট্রেডিং’বলে।

স্বাভাবিক বাস্তবভিত্তিক অনুশীলন-একটি বাস্তবতা। এটি নানা প্রয়োজনে মানুষকে করতে হয়। যেমন, কেউ বিদেশে যাবে, এ জন্য মানি এক্সচেঞ্জার থেকে বৈদেশিক মুদ্রা ক্রয় করতে হয়। মানি এক্সচেঞ্জার এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা বিক্রয় করে কিছু মুনাফাও অর্জন করে থাকে। তদ্রুপ বিদেশ থেকে পণ্য আমদানী করতে হলে, ব্যাংক গ্রাহকের পক্ষে বৈদেশিক মুদ্রা পরিশোধ করে থাকে। ইত্যাদি।

এ লেনদেনগুলোতে সাধারণত মুদ্রার বাস্তব প্রয়োজন থেকেই ফরেক্স বা বৈদেশিক মুদ্রার লেনদেন করা হয়। এটি এর অন্যতম বৈশিষ্ট্য।

গবেষণাটি বিস্তারিত পড়তে ক্লিক করুন

Share

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)