আমি বাইতুল মুকাররম থেকে একটি প্রিমার ক্রয় করি। বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, কোম্পানীর পক্ষ থেকে এই ট্রিমারের ক্ষেত্রে কি কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে? সে বলল, না। কোম্পানীর পক্ষ থেকে নেই। তবে আমাদের দোকানের পক্ষ থেকে আপনার জন্য এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। এক বছরের মধ্যে যান্ত্রিক কোনো সমস্যা দেখা দিলে আমরা ঠিক করে দিবো। তার এই সার্ভিস ওয়ারেন্টি কি শরীয়ত সম্মত? ওয়ারেন্টির শর্তে ক্রয়-বিক্রয় কি বৈধ?
তানজিম আহমাদ
উত্তর
বর্তমানে প্রচলনের কারণে প্রশ্নোক্ত সার্ভিস ওয়ারেন্টি বৈধ। এবং ক্রয়-বিক্রয়ে এর শর্ত করাও জায়েয।