Shariah Tech Guideline

বর্তমানে নানা আধুনিক পেশায় মানুষ জড়িত হচ্ছে। প্রতিটি পেশা নিয়েই আছে সংশ্লিষ্ট নানা শারিয়াহ ইস্যু। এর মধ্যে আইটি ও টেক ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে একটি অগ্ররসমান খাত। চলছে চতুর্থ শিল্পবিপ্লবের সময়। যার মূল অংশ জুড়ে রয়েছে টেক ও আইটি।

এ পেশায় যারা সম্পৃক্ত হবেন-তাদের কার্যাবলীতে শারিয়াহ ইস্যু নিয়ে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়। এসব প্রশ্নের সহজ সমাধান পেতে একটি শারিয়াহ গাইডলাইনের বিকল্প নেই। এ লক্ষ্যে আইএফএ কনসালটেন্সি-এর শারিয়াহ টিম আইটি ও টেক ইন্ডাস্ট্রির পেশাজীবীদের জন্য সহজবোধ্য ভাষায় শারিয়াহ গাইডলাইন প্রণয়ন করেছে।

বক্ষ্যমাণ শারিয়াহ্ গাইডলাইনে টেক ও আইটির পেশা সংক্রান্ত বিষয়ে সংক্ষেপে শারিয়াহ নির্দেশনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করে নানা আয়ের বিষয়েও সংক্ষিপ্ত শারিয়াহ্ নির্দেশনা থাকবে।

তবে টেকনোলিজির ব্যক্তিগত সকল ব্যবহার নিয়ে শারিয়াহ্ আলোচনা থাকবে না। যেমন, মোবাইলে ওযু ছাড়া কুরআনুল কারীম স্পর্শ করা ইত্যাদি।

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)