MTFE (Metaverse Foreign Exchange Group) এর মাধ্যমে আয় করার শারিয়াহ্ বিধান

Shariah Consultancy Team

MTFE এর পূর্ণরূপ হল- METAVERSE FOREIGN EXCHANGE GROUP (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ)। এটি মূলত কানাডাভিত্তিক একটি ব্রোকার প্রতিষ্ঠান। এর মূল কাজ, বিশেষ একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ট্রেডিং সার্ভিস প্রোভাইড করা। একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক বিনিয়োগ প্লাটফর্ম। কানাডা থেকে শুরু হয়ে এখন অনলাইন দুনিয়ার মাধ্যমে নানা দেশে তা ছড়িয়ে পড়েছে। বিশেষত বাংলাদেশে এর ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একটি তথ্যমতে এর যাত্রা শুরু হয় ২০২১ সালে। MTFE-এর সিইও হলেন জেসন লুডভিগ। তাদের অফিসিয়াল ওয়েবসাইট- mtfe.io (গতমাসেও এটি ছিল mtfe.ca যা এ মাসে পালটে ফেলা হয়েছে। আবার বছর কয়েক আগেও ডোমেইন ভিন্ন ছিল।)

বিস্তারিত পড়ার জন্য ক্লিক করুন