প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু স্মার্ট মনিটরটি বৈধ পন্থায় ব্যবহারের সুযোগ রয়েছে, তাই তা বিক্রি করা বৈধ। ক্রেতা যদি সেটাকে গুনাহের কাজে ব্যবহার করে, তাহলে এর দায় ও গুনাহ ক্রেতার; বিক্রেতার নয়।
বাদায়েউস সানায়ে ৬/৪৯৮; আল মুহীতুল বুরহানী ১০/৩৭১; হেদায়া (ফাতহুল কাদীরসহ) ১০/৭০; ফিকহুল বুয়ু ১/৩১৬-৩১৭; ফিকহুন নাওয়াযিল ১০/৪২৬।