স্মার্ট মনিটর বিক্রি করা

প্রশ্ন

আমার দোকানের সিসি ক্যামেরার মনিটর নষ্ট হওয়ায় আমি একটি স্মার্ট মনিটর ক্রয় করি। যাতে ভিডিও দেখারও অপশন রয়েছে। কিন্তু সেটা ক্রয়ের পর দেখা গেলো যে, পূর্বের মনিটরটি ঠিক হয়ে গেছে। তাই এখন আমি উক্ত স্মার্ট মনিটরটি বিক্রি করতে চাচ্ছি।
জানার বিষয় হলো, সেটা বিক্রি করা জায়েয কি না? এবং ক্রেতা যদি সেটাকে টেলিভিশন হিসেবে ব্যবহার করে, তাহলে এর জন্য আমার গুনাহ হবে কি না?
সিস্টেম এডমিন

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু স্মার্ট মনিটরটি বৈধ পন্থায় ব্যবহারের সুযোগ রয়েছে, তাই তা বিক্রি করা বৈধ। ক্রেতা যদি সেটাকে গুনাহের কাজে ব্যবহার করে, তাহলে এর দায় ও গুনাহ ক্রেতার; বিক্রেতার নয়।

বাদায়েউস সানায়ে ৬/৪৯৮; আল মুহীতুল বুরহানী ১০/৩৭১; হেদায়া (ফাতহুল কাদীরসহ) ১০/৭০; ফিকহুল বুয়ু ১/৩১৬-৩১৭; ফিকহুন নাওয়াযিল ১০/৪২৬।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)