প্রশ্নোক্ত ক্ষেত্রে মুনাফা বণ্টনের চুক্তি সঠিক হলেও লোকসান বহনের চুক্তি সঠিক হয়নি। কেননা, যৌথ মূলধনী কারবারে লোকসান হলে তা প্রত্যেকের মূলধনের হার অনুপাতেই বহন করতে হয়। মুনাফার হার অনুযায়ী নয়। সুতরাং এই অংশটি সঠিক করে নিতে হবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, নং:২০৩২৯; বাদাইউস সানায়ে ৫/৮৩; হেদায়া (বেনায়াসহ) ৭/৩৯৮; আল বাহরুর রায়েক ৫/১৮৮; আল ইখতিয়ার ৩/১৭; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, ধারা: ১৩৪৫।