যৌথ মূলধনী ব্যবসায় লভ্যাংশ বণ্টন পদ্ধতি

প্রশ্ন

আমার দুই মামা মিলে ঘেরে মাছ চাষ করেন। মূলধন হিসেবে উভয়ের-ই দুই লক্ষ টাকা করে রয়েছে। এই ব্যবসায় বড় মামার দক্ষতা বেশি থাকায় তার জন্য ৬০% এবং ছোট মামার জন্য ৪০% লভ্যাংশ নির্ধারণ করা হয়। আমার জানার বিষয় হরো, উক্ত কারবারে লাভ-লোকসান উভয় ক্ষেত্রে বড় মামার জন্য ৬০% আর ছোট মামার জন্য ৪০% নির্ধারণ করা কি শরীয়ত সম্মত হয়েছে?
সিস্টেম এডমিন

উত্তর

প্রশ্নোক্ত ক্ষেত্রে মুনাফা বণ্টনের চুক্তি সঠিক হলেও লোকসান বহনের চুক্তি সঠিক হয়নি। কেননা, যৌথ মূলধনী কারবারে লোকসান হলে তা প্রত্যেকের মূলধনের হার অনুপাতেই বহন করতে হয়। মুনাফার হার অনুযায়ী নয়। সুতরাং এই অংশটি সঠিক করে নিতে হবে।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, নং:২০৩২৯; বাদাইউস সানায়ে ৫/৮৩; হেদায়া (বেনায়াসহ) ৭/৩৯৮; আল বাহরুর রায়েক ৫/১৮৮; আল ইখতিয়ার ৩/১৭; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, ধারা: ১৩৪৫।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)