শরিয়াহর দৃষ্টিতে কোনো লেনদেন হালাল বা হারাম হওয়া নির্ভর করে লেনদেনের শর্ত ও চুক্তির প্রকৃতির উপর। এই দৃষ্টিকোণ থেকে ক্রেডিট কার্ড ব্যবহার বৈধ নয়। কারণ, কার্ডধারী যখন কোনো প্রতিষ্ঠান থেকে ক্রেডিট কার্ড গ্রহণ করে, তখন সে এমন একটি চুক্তিতে আবদ্ধ হয়, যেখানে বলা থাকে— নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাকে অতিরিক্ত অর্থ (সুদ) দিতে হবে। এই চুক্তি ইসলামী শরিয়াহ অনুযায়ী সুদভিত্তিক, যা স্পষ্টভাবে নিষিদ্ধ।
সুদ শুধু গ্রহণ করাই হারাম নয়, বরং সুদের চুক্তি করাও গুনাহের কাজ। যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যেই পাওনা পরিশোধ করে দেয় এবং কোনো সুদ আদায় না হয়, তবুও যেহেতু মূল চুক্তিটিই সুদভিত্তিক, তাই এর ব্যবহার শরিয়াহ অনুযায়ী নাজায়েয ও হারাম।
আর যদি কেউ সময়মতো পরিশোধ না করতে পারে এবং তাকে অতিরিক্ত অর্থসহ পরিশোধ করতে হয়, তাহলে সে শুধু সুদী চুক্তির গুনাহেই নয়, বরং সরাসরি সুদ লেনদেনের গুনাহতেও জড়িত হয়ে পড়ে।