প্রচলিত ইসলামী ব্যাংকের সেভিংস/FDR একাউন্ট হতে প্রাপ্ত মুনাফা হালাল হওয়ার ব্যাপারে এদেশের উলামায়ে কেরাম আশ্বস্ত নন। তাই কোন মুনাফা পেলে সেটা সাদাকাহ করে দেয়া কর্তব্য। এর পরিবর্তে যেসব প্রতিষ্ঠান পুরোপুরি শারিয়াহ মেনে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে সেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যেতে পারে। ব্যবসায় মুনাফা হলে প্রাপ্ত মুনাফাও ভোগ করা যাবে।