অনলাইন ফরেক্স ট্রেডিং: শারিয়াহ দৃষ্টিভঙ্গি

প্রশ্ন

ফরেক্স ট্রেডিং কি হালাল নাকি হারাম একটু বিস্তারিত জানালে উপকৃত হব।
Md. Mehedi Hasan

উত্তর

ফরেক্স ট্রেডিং বাস্তবভিত্তিক কোন মুদ্রার লেনদেন নয়। সেখানে ক্রয়-বিক্রয়ে বাস্তবে কোন মুদ্রার আদান প্রদান হয় না, বরং মুদ্রার মূল্যের উঠানামা থেকে লাভবান হওয়াই মূল লক্ষ্য থাকে। চলমান ফরেক্স ট্রেডিং শারিয়াহর দৃষ্টিকোণ থেকে নিম্নোক্ত একাধিক কারণে বৈধ নয়, যথা:
১. মুদ্রা লেনদেনের মৌলিক নীতির লঙ্ঘন
শারিয়াহতে মুদ্রা লেনদেন অবশ্যই বাস্তব মুদ্রার ভিত্তিতে হতে হবে। বাস্তবতা হলো: মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে প্রায় সব রিটেইল ফরেক্স লেনদেনেই কোনো প্রকৃত মুদ্রার আদান-প্রদান ঘটে না। সুতরাং এই লেনদেন শারিয়াহসম্মত নয়।

২. হস্তগত না হওয়া (No Real Possession)
ফরেক্স প্ল্যাটফর্মে ক্রেতা-বিক্রেতার কেউই প্রকৃত মুদ্রা হাতে পায় না এবং মালিকানাও হস্তান্তরিত হয় না। কেবল ইলেকট্রনিক এন্ট্রি পরিবর্তন হয়, যা বাস্তব সম্পদের বিনিময় নয়। শারিয়াহর দৃষ্টিতে এ ধরনের লেনদেনও অবৈধ। এটিও শারিয়াহসম্মত না হওয়ার আরও একটি কারণ।

৩. লেভারেজ ও সুদের সমস্যা (Interest Issue)
অনেক ফরেক্স প্ল্যাটফর্মে লেনদেনের জন্য “লেভারেজ” সুবিধা দেওয়া হয়, যা কার্যত একটি ঋণ (loan) হিসেবে গণ্য হয়।
এই ঋণের উপর শর্তসাপেক্ষ ফি বা অতিরিক্ত চার্জ থাকলে তা সুদের অন্তর্ভুক্ত হয়, যা স্পষ্টভাবে হারাম।
যদিও অনেক প্ল্যাটফর্ম দাবি করে যে তারা সুদমুক্ত অ্যাকাউন্ট চালু করেছে, তবুও লেভারেজের কাঠামো প্রতারণাপূর্ণ—কারণ এখানে কোনো প্রকৃত অর্থ ধার দেওয়া হয় না, কেবল ইলেকট্রনিক সংখ্যা প্রদর্শন করা হয়। এটি শারিয়াহসম্মত না হওয়ার আরও একটি কারণ।

৪. মাকাসিদে শারিয়াহ বিরোধী (Contrary to the Objectives of Shariah)
ইসলামের দৃষ্টিতে মুদ্রা কেবল বিনিময়ের মাধ্যম, নিজেই লাভজনক পণ্য নয়। অথচ ফরেক্স ব্যবসায় মুদ্রাকে “পণ্য” হিসেবে ব্যবহার করে কেবল দামের ওঠানামা থেকে মুনাফা অর্জনের চেষ্টা করা হয়। এটি ইসলামের অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্যের (مقاصد الشريعة) পরিপন্থী।

ইসলামী ফরেক্সের বাস্তবতা
অনেক প্ল্যাটফর্ম নিজেদের “ইসলামী ফরেক্স” বা “সুদমুক্ত ফরেক্স” বলে প্রচার করে। কিন্তু শুধু সুদ অপশন বন্ধ রাখলেই কোনো লেনদেন শারিয়াহসম্মত হয়ে যায় না।
ফরেক্সে বিদ্যমান অন্যান্য মৌলিক ত্রুটি—
প্রকৃত মালিকানা না থাকা,
হস্তগত না হওয়া,
জুয়া-সদৃশ ঝুঁকি থাকা,
মুদ্রাকে বিনিময় মাধ্যমের পরিবর্তে লাভজনক পণ্য বানানো—
এইসব সমস্যার কারণে তথাকথিত ইসলামী ফরেক্সও শারিয়াহসম্মত নয়।

উপসংহার
প্রচলিত অনলাইন ফরেক্স ব্যবসা শারিয়াহ নীতিমালার সাথে অসঙ্গতিপূর্ণ হওয়ায় এটি নাজায়েয। কারণ এতে:
বাস্তব মুদ্রার ভিত্তি অনুপস্থিত,
মুদ্রা হস্তগত না হওয়ার সমস্যা বিদ্যমান
লেভারেজের মাধ্যমে সুদের উপাদান বিদ্যমান,
গারার ও কিমার (অনিশ্চয়তা ও জুয়া) রয়েছে,
এবং এটি ইসলামের অর্থনৈতিক দর্শনের পরিপন্থী।

প্রকাশ থাকে যে, প্রচলিত অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেডিং এর বাহিরে আমাদের সমাজে বিভিন্ন উপায়ে মুদ্রার লেনদেন হয়ে থাকে। যেমন,
ব্যাংকিং/অনুমোদিত চ্যানেলে বিভিন্ন বৈদেশিক মুদ্রার পারস্পরিক লেনদেন
নগদ, বিকাশ, রকেট ইত্যাদি এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের লেনদন
হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেন।
উপরোল্লিখিত ক্ষেত্রগুলোতে বাস্তব মুদ্রা অথবা বাস্তব মুদ্রার ব্যাকআপ আছে এরকম ডিজিটাল মুদ্রার লেনদেন হয়ে থাকে। এটি প্রচলিত নিষিদ্ধ ফরেক্স ট্রেডিং এর অন্তর্ভুক্ত নয়। তবে এগুলো লেনদেনের জন্য পৃথকভাবে শারিয়াহ নীতিমালা রয়েছে।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.