প্রশ্নোক্ত ক্ষেত্রে বছরের মাঝে চলে যেতে হলে এক বা একাধিক মাস পূর্বে জানানোর শর্ত করা যাবে। তবে এক্ষেত্রে দুই, চার বা ছয় মাসের বেতন অগ্রিম পরিশোধ করার শর্ত করা ও তা গ্রহণ করা কোনোটিই বৈধ নয়। বরং শিক্ষার্থীরা যেন চলে যেতে না চায়, এজন্য প্রতিষ্ঠানের পড়ালেখার মান উন্নয়ন করবে। পাশাপাশি শিক্ষার্থীরা চলে যাওয়ার কারণগুলো চিহ্নিত করে তা সংশোধনের ব্যবস্থা গহণ করবে। এভাবে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হলে প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ অর্জিত হবে বলে আশা করা যায়।
মাজমাউয যাওয়াইদ, হাদীস: ৬৮৫৯; ফাতহুল কাদীর ৫/৩৩০; আল বাহরুর রায়েক ৫/৪৪।