বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করা

প্রশ্ন

সম্মানিত মুফতি সাহেব, গত মাসে মাল্টিপ্লান গিয়ে একটি লেন্স কিনি। দাম ছিলো ৭০০০/- টাকা। কিছুদিন পর তাতে স্পট থাকার দরূণ দোকানে নিয়ে যাই। ওখানে যাওয়ার পর অন্য দোকান যাচাই করতে গিয়ে দেখলাম, তার মূল্য সর্বোচ্চ ৪০০০/- টাকা। অথচ সে আমাকে পণ্যের মূল্য ৯০০০/- টাকা বলে ২০০০/- কমানোর কথা বলে ৭০০০/- টাকা রাখে। জানার বিষয় হলো, দোকানদারের এই প্রতারণার কারণে কি আমি লেন্স ফেরত দিতে পারবো?
সিস্টেম এডমিন

উত্তর

প্রশ্নোক্ত বিবরণ সঠিক হয়ে থাকলে আপনি পণ্য ফেরত দিতে পারবেন।

  • তুহফাতুল ফুকাহা, পৃ. ২৬৮; আল বাহরুর রায়েক ৬/১৯১; রদ্দুল মুহতার ১৫/১৩৬; মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, ধারা: ১৬৫।

Your Question