এভাবে কৃষকদের ন্যায্য মূল্য না দিয়ে পণ্য বিক্রি করতে বাধ্য করা জায়েয নেই। সহীহ হাদীসে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘গ্রাম্য ব্যবসায়ীদের থেকে আগ বাড়িয়ে পণ্য ক্রয় করতে নিষেধ করেছেন।’ (সহীহ মুসলিম, হাদীস: ৩৮০২) আর আড়ৎ ব্যবসায়ীরা এর থেকে নিবৃত না হলে সরকারের উচিত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা।
– সহীহ মুসলিম, হাদীস: ৩৮০২; তিরমিযী, হাদীস: ১৩১৬; হেদায়া ৪/৩৭৭; ফাতহুল কাদীর ৬/৬৩৮; আল বাহরুর রায়েক ৬/১০৬; আদ্দুররুল মুখতার ৫/১০১; তাকমিলাতু ফাতহিল মুলহিম ৭/৩২।