পথে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা সম্ভব হয়নি; এখন করণীয়।

প্রশ্ন

আমি একবার বাড়ি যাওয়ার সময় মেঘনা ব্রিজের সামনে টোলের সিরিয়ালের সময় এক পানিওয়ালার কাছ থেকে এক বোতল পানি কিনেছিলাম। কিন্তু মূল্য পরিশোধের আগেই গাড়ি ছেড়ে দেয়। পিছন থেকে সামনে গিয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলেও আর কাজ হয়নি। ফলে বিক্রেতাকে পানির মূল্য দেওয়া সম্ভব হয়নি। এরপর তো আর তাকে খুঁজে বের করা অসম্ভব। কেননা, ক্ষণিকের দেখায় তার চেহারা আমার মনে নেই। এমতাবস্থায় আমার করণীয় কী?
তানজিম আহমাদ

উত্তর


প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু বিক্রেতার খোঁজ পাওয়া সম্ভব নয়, তাই আপনার করণীয় হলো, ঐ পানির মূল বিক্রেতার পক্ষ থেকে সদকা করে দেওয়া।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস: ২১১৬৬ ও ২১১৬৯; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীস: ১৮৬৩১; আল মুহীতুল বুরহানী ৮/২৭১; মাজমাউল আনহুর ১/৭০৯; রদ্দুল মুহতার ৪/২৮৩।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)