সম্প্রতি সরকার জনগণের কল্যাণে সর্বজনীন পেনশন স্কিম চালু করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গত ৩১ জানুয়ারী, ২০২৩ তারিখে এ বিষয়ে আইন পাশ হয়। ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ (২০২৩ সনের ০৪ নং আইন )’ নামে তা অভিহিত। এরপর গত ১৩ আগস্ট, ২০২৩ তারিখে অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগ থেকে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ নামে এ সংক্রান্ত বিধিমালা সম্বলিত একটি গেজেট প্রকাশ করা হয়েছে । সব শেষে গত ১৭ আগস্ট, ২০২৩ সরকার এর আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন।
ইতোমধ্যে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এর অর্থনৈতিক ভিত্তি, যৌক্তিকতা নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের স্কিমে অংশগ্রহণ করা মুসলিম জনগণের জন্য বৈধ হবে কি না-এ বিষয়টিও বেশ আলোচনা হচ্ছে।