সিএনজির ট্রাফিক জরিমানা কি মালিকপক্ষ বহন করবে?

প্রশ্ন

এক জেলার সিএনজি অন্য জেলায় চালানো বাংলাদেশের ট্রাফিক আইনে নিষেধ না হলেও, যদি ভিন্ন জেলায় কখনো চলে যায়, তাহলে ট্রাফিক পুলিশ অযথা জরিমানা করে। জরিমানা আদায় না করলে মিথ্যা মামলা দিয়ে গাড়ি আঁটকে রাখে। এজন্য আমরা সিএনজি মালিক সমিতি ড্রাইভারদের ভিন্ন জেলায় যেতে নিষেধ করি। তারপরও তারা কখনো কখনো ভিন্ন জেলায় চলে যায়। এবং জরিমানার কবলে পড়ে। তখন সিএনজি চালকরা বলে, আমরা যেহেতু ট্রাফিক আইন অমান্য করিনি, তাই জরিমানার কিছু অংশ মালিকপক্ষকেও বহন করতে হবে।
প্রশ্ন হলো, এক্ষেত্রে আমাদের (মালিকপক্ষের) উপর ঐ জরিমানার কিছু অংশ বহন করা জরুরী কি না?
আব্দুল্লাহ

উত্তর

ড্রাইভারদের উচিত উক্ত নিষেধাজ্ঞা অমান্য না করা। অন্যথায় এই জরিমানা তাদের একাই বহন করতে হবে। স্পষ্টভাবে নিষেধ করার কারণে মালিকের উপর জরিমানার আংশিক দায়ভারও চাপানো যাবে না।
শরহু মুখতাসারিত তহাবী ৩/৩৯৪, আল জাওহারাতুন নাইয়্যিরাহ্ ১/৫৮১, শরহুল মাজাল্লাহ্ ২/৭১৩।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.

Blank Form (#12)