Salam
Showing all 2 resultsSorted by popularity
Showing all 2 resultsSorted by popularity
بسم الله الرحمن الرحيم
সালাম চুক্তির পরিচিতি: শারিয়াহর দৃষ্টিতে সালাম হচ্ছে- নগদ টাকা দিয়ে বাকিতে পণ্য ক্রয় করা যেখানে পণ্যমূল্য হিসেবে নির্ধারিত পূর্ণ টাকা চুক্তির শুরুতেই প্রদান করতে হয় এবং পরবর্তীতে নির্ধারিত সময়ে নির্দিষ্ট গুণাবলীসম্পন্ন পণ্য প্রদান করা হয়।
নিম্নে প্রথমত উক্ত ৩ টি বিষয়ের যাচাই ও বাস্তবায়ন সংক্রান্ত নীতিমালা উল্লেখ করা হবে। অতঃপর অন্যান্য নীতিমালা নিয়ে আলোচনা করা হবে।
১. ক্রেতা-বিক্রেতাঃ
১.১. মৌলিক কাজ বা অধিকাংশ কার্যক্রম হারাম এমন কোম্পানি/প্রতিষ্ঠান/ব্যক্তি এর সাথে সালাম চুক্তি থেকে বিরত থাকবে।
১.২. মৌলিক কাজ বা অধিকাংশ কার্যক্রম হালাল, প্রোডাক্টও হালাল তবে প্রোডাক্টটির মাধ্যমে/ব্যবহার করে কোম্পানি/প্রতিষ্ঠান হারাম কাজে লিপ্ত হবে নিশ্চিতভাবে এমনটি জানা থাকলে সালাম চুক্তি থেকে বিরত থাকবে। যেমন:- নিয়মিত গানের অনুষ্ঠান আয়োজনের জন্য আইটি কোম্পানি কর্তৃক দামি সাউন্ড সিস্টেম ক্রয় করা।
১.৩. সরাসরি ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনে লিপ্ত কোন কোম্পানি/প্রতিষ্ঠানকে সালাম চুক্তির সুবিধা প্রদান করা যাবে না।
১.৪. নিম্নোক্ত শ্রেণীর প্রতিষ্ঠানকে সালাম চুক্তির সুবিধা প্রদান থেকে বিরত থাকাই শ্রেয়:
১. চুক্তিপত্রের ধরন
এই চুক্তিপত্রটি ইসলামী শারিয়াহ মোতাবেক বিনিয়োগ পদ্ধতি তথা বাইয়ে-সালামের আলোকে সম্পাদিত চুক্তিপত্র বলিয়া বিবেচ্য হইবে। উল্লেখ্য যে, প্রচলিত আইনের বিধানাবলী প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য হইবে।
২. চুক্তির প্রয়োগ ও পরিধি
পক্ষগণের মধ্যে বাকিতে ক্রয়-বিক্রয় সংক্রান্ত সকল বিষয় উক্ত চুক্তির অধীনে পরিচালিত হইবে এবং পক্ষগণ উক্ত চুক্তির সকল শর্তসমূহ মানিয়া ব্যবসা পরিচালনা করিবেন।
৩. চুক্তির মেয়াদ
এই বিনিয়োগ চুক্তিপত্র পক্ষদ্বয়ের মধ্যে অদ্য . . . . . . . . ইং তারিখ হইতে . . . . . . .ইং তারিখ পর্যন্ত অর্থাৎ . . . . .দিন/মাস/বছরের জন্য কার্যকর থাকিবে।
৪. ব্যবসার ধরন
পক্ষদ্বয়ের সম্মতিতে ২য় পক্ষ – ১ম পক্ষ হইতে পণ্য ক্রয়ের জন্য চুক্তি করিয়া অগ্রিম মূল্য পরিশোধ করিবেন। অতপর ২য় পক্ষ ১ম পক্ষের চাহিদা অনুপাতে পণ্য সরবরাহ করিবেন। পণ্য উৎপাদন শেষে চুক্তিতে নির্ধারিত সময়ে ১ম পক্ষ উক্ত পণ্য বুঝিয়া নিবেন।
৫. পক্ষগণের দায়িত্ব ও কর্তব্যসমূহ
১ম পক্ষের দায়িত্ব ও কর্তব্যঃ
* টেমপ্লেট ও গাইডলাইন সংক্রান্ত সেবা আইএফএ কনসালটেন্সির একটি সাধারণ উন্মুক্ত ও অবিশেষায়িত সেবা (Generic Service)।
* সেবা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত টেমপ্লেট ও গাইডলাইনের ব্যবহার, প্রয়োগ বা এর ভিত্তিতে গৃহীত যে কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের সম্পূর্ণ দায়ভার সেবা গ্রহণকারীর উপর বর্তাবে। এ বিষয়ে আইএফএ কনসালটেন্সি কোনো দায়ভার বহন করবে না।
* এই টেমপ্লেট ও গাইডলাইনের মাধ্যমে সম্পাদিত কোনো চুক্তি আইএফএ কনসালটেন্সি কর্তৃক সত্যায়িত বা অনুমোদিত বলে দাবি করা যাবে না।
* এই সেবা গ্রহণ করে আইএফএ কনসালটেন্সির শারিয়াহ পরামর্শ সেবা গ্রহণকারী গ্রাহক/ক্লায়েন্ট হিসেবে পরিচয় দেওয়া অনুমোদিত নয়।
* টেমপ্লেট পূরণের ক্ষেত্রে ভুল বা গাইডলাইনের কোনো ধারা ভুলভাবে বোঝার কারণে যে কোনো ক্ষতি বা দায়ভার সম্পূর্ণরূপে সেবা গ্রহণকারীর হবে। এ বিষয়ে আইএফএ কনসালটেন্সি কোনো দায় গ্রহণ করবে না। তবে প্রয়োজনে গাইডলাইন বা টেমপ্লেটের কোনো অংশ সঠিকভাবে বুঝার জন্য সেবা গ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন।
* এই সেবাটি শুধুমাত্র সাধারণ নির্দেশনা প্রদানের জন্য। এটি কোনো পূর্ণাঙ্গ আইনি, আর্থিক বা শারিয়াহ পরামর্শ সেবা নয়। নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য পেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়