Showing the single result
১.আমি, __________________________________________ (“ঋণগ্রহীতা”) এতদ্বারা _______________________________ (“ঋণদাতা”)-কে নিশ্চিত করছি এবং স্বীকার করছি যে আমি ঋণদাতার কাছে _______ তারিখে (“ঋণ প্রদানের তারিখ”) ___ মাসের/বছরের মেয়াদে (“ঋণের মেয়াদ”_____________________________________________-এর (“ঋণের কারণ”) জন্য _________________________________________ টাকা (Tk _________) (“ঋণ”) ঋণ গ্রহণ করছি।
* টেমপ্লেট ও গাইডলাইন সংক্রান্ত সেবা আইএফএ কনসালটেন্সির একটি সাধারণ উন্মুক্ত ও অবিশেষায়িত সেবা (Generic Service)।
* সেবা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দ্বারা প্রদত্ত টেমপ্লেট ও গাইডলাইনের ব্যবহার, প্রয়োগ বা এর ভিত্তিতে গৃহীত যে কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের সম্পূর্ণ দায়ভার সেবা গ্রহণকারীর উপর বর্তাবে। এ বিষয়ে আইএফএ কনসালটেন্সি কোনো দায়ভার বহন করবে না।
* এই টেমপ্লেট ও গাইডলাইনের মাধ্যমে সম্পাদিত কোনো চুক্তি আইএফএ কনসালটেন্সি কর্তৃক সত্যায়িত বা অনুমোদিত বলে দাবি করা যাবে না।
* এই সেবা গ্রহণ করে আইএফএ কনসালটেন্সির শারিয়াহ পরামর্শ সেবা গ্রহণকারী গ্রাহক/ক্লায়েন্ট হিসেবে পরিচয় দেওয়া অনুমোদিত নয়।
* টেমপ্লেট পূরণের ক্ষেত্রে ভুল বা গাইডলাইনের কোনো ধারা ভুলভাবে বোঝার কারণে যে কোনো ক্ষতি বা দায়ভার সম্পূর্ণরূপে সেবা গ্রহণকারীর হবে। এ বিষয়ে আইএফএ কনসালটেন্সি কোনো দায় গ্রহণ করবে না। তবে প্রয়োজনে গাইডলাইন বা টেমপ্লেটের কোনো অংশ সঠিকভাবে বুঝার জন্য সেবা গ্রহণকারী ব্যক্তি/প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন।
* এই সেবাটি শুধুমাত্র সাধারণ নির্দেশনা প্রদানের জন্য। এটি কোনো পূর্ণাঙ্গ আইনি, আর্থিক বা শারিয়াহ পরামর্শ সেবা নয়। নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য পেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়