হালাল বিনিয়োগ’ কী, কেন ও কিভাবে?

❗ জনাব বাশার সাহেব নিজ সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য গচ্ছিত কিছু টাকা একটি হালাল বিনিয়োগ গ্রহনকারী (নামধারী) প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। কিন্তু কিছুদিন পরেই তিনি দেখলেন যে, নামধারী প্রতিষ্ঠানটি মূলত হালাল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেনা বরং অন্যান্য আরো দশটি কোম্পানির মতো স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। যার কারনে তার সব লভ্যাংশই হারাম হয়ে যাচ্ছে।

📌 আমরা অনেক সময়ই কোথায় বিনিয়োগ করবো বুঝে উঠতে পারিনা। মাঝে মাঝেই কিছু হালালের চটকদার বিজ্ঞাপন দেখে আমরা ফাদে পা দিয়ে দেই।

📌 আমরা কিভাবে এই অঙ্গনে আরো সতর্কতা অবলম্বন করতে পারি এবং এই ক্ষেত্রে আমাদের জন্য কী কী শারিয়াহ পরামর্শ রয়েছে এ নিয়েই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সির এবারের আয়োজন “হালাল বিনিয়োগ’ কী, কেন ও কিভাবে?”

📜 ওয়েবিনার সম্পর্কে বিস্তারিত বিবরণ
📢 হালাল বিনিয়োগ’ কী, কেন ও কিভাবে ?
🗓️ ২২ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার
🕖 সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ৯.৩০ ( এশার নামাজের বিরতি ৩০ মিনিট)

◾ ওয়েবিনারের আলোচ্য বিষয়ঃ
▪️ হালাল বিনিয়োগ; প্রাথমিক ধারনা
▪️ হালাল বিনিয়োগ পদ্ধতি ও প্রকার
▪️ হালাল বিনিয়োগে লস-প্রফিট ডিসট্রিবিউশন পদ্ধতি
▪️ হালাল বিনিয়োগে শারিয়াহ ফ্রেমওয়ার্ক
▪️ হালাল বিনিয়োগ শারিয়াহ গাইডলাইন
▪️ হালাল বিনিয়োগে উদ্যোক্তাদের করনীয়
▪️ হালাল বিনিয়োগদাতাদের করনীয়
▪️ হালাল বিনিয়োগ সংক্রান্ত কেইস স্টাডি

💵 ওয়েবিনারে অংশগ্রহন ফিঃ
২০০ টাকা

💰 Payment Detail:
বিকাশ নাম্বার (মার্চেন্ট): 01958-048899
নগদ নাম্বার (মার্চেন্ট) : 01958-048899
[পেমেন্ট করুন, সেন্ড মানি নয়]
🏦Bank Account Number:
IFA Consultancy Ltd.
IBBL – Badda Branch
Account Number: 20503100100144101
Routing Number: 125260341

ওয়েবিনার সংক্রান্ত যোগাযোগ
📞 01638049129
📩 faysal@ifacbd.com

আজই রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন।