হাসান আজিজ
গত ২৬ মার্চ ২০২২ জাকাতের আদ্যোপান্ত নিয়ে আইএফএ কনসালটেন্সি লিমিটেডের পরিচালনায় অনুষ্ঠিত হয় দ্য ফিকহ অব জাকাত কর্মশালা ২০২২। বনানী দ্য ইউনিভার্সিটি অব স্কলার্সের মিলনায়তনে দেড় শতাধিক জ্ঞানপিপাসুর উপস্থিতিতে আয়োজিত কর্মশালাটি সকাল সাড়ে ৯টায় আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুমের স্বাগত বক্তব্যের মাধ্যমে আরম্ভ হয়। তিনি তার বক্তব্যে জাকাতের প্রয়োজনীয়তা, জাকাত সম্পর্কে জানার কারণ তুলে ধরেন। অর্থনীতিতে জাকাতের অবদান পরিপ্রেক্ষিত বাংলাদেশ বিষয়ে বক্তব্য রাখেন আইএফএসির সহ-প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইউসুফ সুলতান।
এ ছাড়া আইএফএসির পরিচিতি তুলে ধরে ফসলের জাকাত নিয়ে কথা বলেন মুফতি আহসানুল ইসলাম; জাকাতের মর্ম, জাকাতযোগ্য সম্পদের বিবরণ, প্রয়োগ ও প্র্যাক্টিক্যাল উদাহরণ নিয়ে কথা বলেন মুফতি লুকমান হাসান; জাকাতের নেসাব পরিচিতি, প্রয়োগ ও উদাহরণ নিয়ে বক্তব্য দেন মুফতি মনজুরুল হাসান ও আবু বকর বকর নাবিল; জাকাত ক্যালকুলেশন পদ্ধতি নিয়ে আলোচনা করেন মুফতি যুবায়ের আবদুল্লাহ; সদকাতুল ফিতর নিয়ে ধারণা দেন মুফতি উবায়দুর রহমান হাম্মাদ; জাকাত ও ঋণ নিয়ে বক্তব্য দেন মুফতি সাজ্জাদ এবং জাকাতের খাত নিয়ে কথা বলেন মুফতি নাজমুল ইসলাম।
প্যানেল ডিসকাশনে শ্রোতাদের নানা প্রশ্নের উত্তর ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।